টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাতে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদারের ছেলে মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। মাদকের বিশাল চালানসহ মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক( এস আই )শ্রীজীব ও পুলিশের উপ-সহকারি পরিদর্শক(এ এস আই) জাঙ্গাগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের বাড়ী তল্লাশি করে গোয়াল ঘরের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবা ঊদ্বার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার ও ১২১ পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩শত টাকা।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দ্বায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কামারুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post