তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা পৃথিবীতেই তেলের দাম শতভাগ বেড়েছে। সেখানা আমরা তা করিনি। মূল্য সমন্বয় করে তেলের দাম ভারতের পশ্চিমবঙ্গের সমান করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না।
শোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী ৩ আসনের এমপি আয়েন উদ্দিন, কক্সবাজারের এমপি সাইমুম সরওয়ার কমল প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: সমকাল
Discussion about this post