‘মনে পড়ে, এই তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন’

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পরাণ’।

সব মাধ্যমেই পরাণ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। রোববার (১৪ আগস্ট) ফেসবুকে নিজের ক্যারিয়ার নিয়ে লেখেন তিনি। পাঠকের জন্য তা প্রকাশ করা হলো।

তিনি লেখেন, ‘মনে পড়ে, এই তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন তিনি আমাকে। একে একে দুই বাংলা মিলিয়ে ১৮টি ছবি মুক্তি পেল। ঝুলিতে আসল প্রশংসিত চলচ্চিত্র ও ব্যবসায়িক সাফল্যের চলচ্চিত্র।’

তিনি আরও লেখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো সমালোচক ও তারকা জরিপ পুরস্কারসহ অসংখ্য অর্জন। দর্শকের ভালোবাসা ও সাপোর্ট আগামী দিনে আরও ভালো কাজ করার শক্তি জোগাবে।’

এখন পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো- একটি পোস্টার প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় মুক্তি পেয়ে বাজিমাত করছে ‘পরাণ’। সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল ছিল। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ‌বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমার এই সুহাসিনী নায়িকাকে কেন্দ্র করেই নানান ঘটনায় এগিয়ে যায় কাহিনি।

সূত্র : আরটিভি নিউজ