টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী জান্নাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইলস্থ শোলাকুড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।
কালিহাতী ফায়ার সার্ভিসের সাব অফিসার নজরুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩০০০) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইলস্থ শোলাকুড়া ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতবস্থায় ১৭ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও বিভিন্ন গাড়িযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post