“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা বহি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ২৫৯ জন বয়স্কদের মাঝে নাগবাড়ী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বহি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও সহ-প্রচার প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু প্রমুখ।
এসময় নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লবের সভাপতিত্বে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হক।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post