২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগ।
বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক প্রচার সম্পাদক আবু মুহাম্মদ জিন্নাহ, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাবেক সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো ও খন্দকার আব্দুল মাতিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিন্টু সরকার, সল্লা ইউপি চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ ও উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post