নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে ক্লিন টাঙ্গাইল নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার(১৮ আগস্ট) সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিল, পরিচ্ছন্নতার ইভেন্ট, জনসচেতনতামুলক লিফলেট বিতরণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক বাউল গান পরিবেশন, গাছের চারা বিতরণ ও রোপন।
ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীনের সভাপতিত্বে ও আনিসুজ্জামান আনিস, রুহুল আমিন খান এবং আবু আহমেদ শেরশাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন টাঙ্গাইলের উপদেষ্টা ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেযর জামিলুর রহমান মিরন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস,টাঙ্গাইল জেলা রোভার মো. জামাল হোসেন, সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সৈয়দ সাইফুল্লাহ,পরিবেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দৈনিক যুগধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরকার হাবিব, ক্লিন টাঙ্গাইলের সম্মানিত পৃষ্টপোষক মাসুক হাসান খান ও ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post