২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, হানিফ উদ্দিন তালুকদার, আখতারুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মালেক ভূঁইয়া, কালিহাতী পৌরসভার মেয়র মোঃ নুরুন্নবী সরকার, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মালেক তালুকদার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল হোসেন রিন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিবলু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post