“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কালিহাতী পৌরসভা সহ দুই ইউনিয়নে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের ২৭৮ জন, বল্লা ইউনিয়নের ৩০৯ জন ও কালিহাতী পৌরসভার ৩৭৬ জন বয়স্কদের মাঝে স্ব স্ব ইউনিয়ন পরিষদ ও বিকেলে কালিহাতী পৌরসভায় পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার বই বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও প্যানেল মেয়র সোহেল রানাসহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post