গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কালিহাতী পৌরসভার বাস্তবায়নে কালিহাতী থানা গেইট থেকে যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান গৃহিণী এন্টারপ্রাইজের
চিফ অপারেটিং অফিসার এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কালিহাতী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক হোসেন ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post