টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনে বাঁধা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তাদের লোকজনের বিরুদ্ধে। উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই সোমবার বিকেলে থানায় মামলা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। গত ২৪ জুলাই বিদ্যালয়ের খেলার মাঠে বেড়া, গাছ রোপণ ও ঘর নির্মাণ করে দখলে নেন জনৈক নূরুল ইসলাম ও তাদের লোকজন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, জমিটি আমাদের। আদালতের রায় পেয়ে খেলার মাঠটি দখলে নিয়েছি। সোমবার সকালে স্কুলের শিক্ষক-শিক্ষর্থীরা বাউন্ডারি বেড়া-ঘর ভেঙ্গে নিয়ে গেছে এবং আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ নিয়ে থানায় মামলা দিয়েছি।
প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। বিভিন্ন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাও এ মাঠে অনুষ্ঠিত হয়। অর্ধশত বছরের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ বেড়া দিয়ে দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে এক মাসের উপরে।
সোমবার সকালেও শিক্ষার্থীরা মাঠ রক্ষায় মানববন্ধন করতে গেলে প্রতিপক্ষের লোকজন বালু ও মরিচেরগুড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ উদ্দিন, দশম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাকিবুল হাসান ও মহিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি আহত হয়।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। এ প্রসঙ্গে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, উভয় পক্ষই মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post