আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরী থেকে এক স্কুল ছাত্রের লাশ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগষ্ট) রাতে নগরের ভাঙাটিকর এলাকার দারোগা বাড়ি থেকে মাছুম আহমদ (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়।
বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় বাসার বাথরুমে মাছুমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির ইনচার্জ রমাকান্ত’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে ধারণা করা হচ্ছে, মাছুম আত্মহত্যা করেছে। তবে নৈপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post