কালিহাতীতে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলের স্বনামধন্য ও বহুল প্রচারিত  দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা ইত্যাদি।

পত্রিকাটির কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মীর আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দাস পবিত্র প্রমুখ।
এ অনুষ্ঠানে কালিহাতীতে কর্মরত সকল সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি