মুক্তখবর24.কমঃ ডেস্কঃ নিউঃ জাতীয় পার্টির চট্টগ্রাম বন্দর থানা আহবায়ক কমিটি গঠিত ;; গত ২৭ |০১|২০২০ ইং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ওচট্ট গ্রাম মহানগর কমিটির সভা পতি মোঃ সোলেমান শেঠ এবং সাধারন সম্পাদক ইয়াকুব । নগরীর বন্দর থানা । জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ”সাজ্জাদ হোসেন স্বপন কে ” আহবায়ক ”হাজী আবুল হোসেন ও জাফর আহমেদ কুতুবীকে যুগ্ন আহবায়ক মোঃ সাকির কে সদস্য সচিব দিদারুল আলম দিদার কে যুগ্ন সদস্য করে ২৫ সদস্য কমিটি বন্দর থানা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন করেন । উক্ত কমিটি আগামী ;;তিন মাসের মধ্যে ;; বন্দর থানা ধীন সকল ওয়ার্ড কমিটি গঠিন এবং সম্মেলন করে বন্দর থানা পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রধান করেন । কেন্দ্রীয় কমিটি। ”জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াতক এমপির ” এক মাত্র্ সন্তান ” সাজ্জাদ হোসেন স্বপন কে” এই কমিটির দায়ী্ত্ব দেওয়াতে ” বাকের আল ফকিরের টেক ‘ এমপি লিয়াকতের বাড়ী ও চ্রটগ্রম মহানগর এলাকা বাসীর পক্ষ থেকে ”জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতি ”অভিনন্দন সুভেচ্ছা ”