নওগাঁয় পত্নীতলা উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মধইল শাখা কার্যালয়ের উদ্যােগে কার্যালয়ের সামনে এক পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মধইল শাখার সভাপতি ওবায়দুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং হাজারা চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম শাহিন চৌধুরী। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাতেমা জিনাহ ঝরনা, পত্নীতলা উপজলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম কালু, সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র সাহা।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মধইল শাখার সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলী, রুবেল হাসান, সাংবাদিক পরেশ টুডু, এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
আকমাল হোসেন
পত্নীতলা প্রতিনিধি
Discussion about this post