একাত্তরে যদি বাহিনী ঘরে না তুলতাম কেউ আমাকে পুচতও না। যে পাকিস্তানীরা আমাদেরকে কুকুর বিড়ালের মতো তারিয়েছে সেই পাকিস্তানীদেরকে আমরা শিয়ালের মতো তাড়া করেছিলাম। সেই জন্য প্রত্যেক দিন যদি সংগঠন করো তাহলে তোমাদের কারো কাছে যেতে হবে না। তোমাদের সংগঠনের কাছে বড় বড় নেতারা আসবে।
কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ কথা বলেন।
তিনি আরো বলেন, গরীবের কাছে যাবা, রিক্সাআলার কাছে যাবা, কৃষকের কাছে যাবা ঘরের মা বোনদের কাছে যাবা, আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি এসব আমাদের কাছে কিছু না। আমাদের কাছে বাংলাদেশ ও সব কটি মানুষের কাছে দায়িত্ব আছে।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঞ্জুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post