টাঙ্গাইলে ফাতেমা মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ,দুঃস্থ ও প্রতিবন্ধিদেরদের মাঝে সেলাইমেশিন, হুইলচেয়ার ও ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয় মাঠে ৩১জন দুঃস্থকে সেলাইমেশিন, ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও এক অসহায় ব্যক্তির মাঝে একটি ভ্যানগাড়ী বিরতণ করে এ ফাউন্ডেশন।
বিতরণকালে, ফাতেমা ফাউন্ডেশন মানবকল্যানের প্রধান উপদেষ্টা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর,সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারি,পৌর কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন,ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীন,ফাতেমা মানবকল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি নাছিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিয়া ও যুবলীগ নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post