কোরবানী পশুর হাট”
ঐতিহ্যবাহি সল্টগোলা রেলক্রসিং হাট(প্রকাশ ঈশান মিস্ত্রির)হাট বেশ জমেছে….
দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু-মহিষ,ছাগল এসে ক্রেতাদের অপেক্ষায় সজ্জিত আছেন ভালো দামে বিক্রির আশায়।
হাট ইজরাদার(পরিচালক) সমাজসেবী ও তরুণ সংগঠক মোঃআবু ছালেহ জুয়েল ”এছাক সওদাগর বাড়ী। সবার সহযোগিতা নিয়ে সল্টগোলা রেলক্রসিং হাট(প্রকাশ ঈশান মিস্ত্রির)হাট কে এলাকাবাসীর জন্য বাচিঁয়ে রাখতে চান বলেন জানান।
বন্দরের সন্নিকটে ঐতিহ্যবাহিতা বজায় রেখে সুলভ মুল্যে বেচা-বিক্রির প্রত্যাশা করছেন।
ছবি ওপ্রতিবেদনঃ হোসেন বাবলা:০৭/০৮/১৯ইং