কালিহাতীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে চি‌কিৎসা শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে কাভার্ডভ‌্যা‌নের চাপায় দুইজন নিহত হ‌য়ে‌ছে।
সোমবার (১২ সে‌প্টেম্বর) বি‌কে‌লে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের বল্লভবাড়ি এলাকায় এ দুর্ঘ‌নাটি
ঘটে।
নিহতরা হলো, উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামের আশরাফ আলীর ছে‌লে জহিরুল ইসলাম (২২) এবং ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল  মজিদের ছেলে সবুজ (২৫)। তাদের ম‌ধ্যে জ‌হিরুল ঢাকায় মে‌ট্রো‌রে‌লে কাজ কর‌তো।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) মোকা‌ম্মেল হো‌সেন জানান, মোটরসাই‌কেল নি‌য়ে তারা দুইবন্ধু টাঙ্গাইল থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিলো। এসময় তা‌দের  মোটরসাই‌কেল‌টির চাঁকা পিছ‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পড়ে গেলে ঢাকাগামী কাভার্ডভ‌্যা‌নটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তা‌দের মৃত‌্যু হয়। প‌রে কাভার্ডভ‌্যান‌টি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যায়।
তি‌নি আ‌রো জানান, আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ তার স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।
কামরুল   হাসান
টাঙ্গাইল প্রতিনিধি