হাসপাতালের যন্ত্র কেনার সময়ই প্রশিক্ষণ দিতে হবে

হাসপাতালে যন্ত্রপাতি যাতে পড়ে না থাকে সে জন্য যন্ত্র কেনার সময়ই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অনেক হাসপাতালে দামি দামি যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো পড়ে থাকে। ফলে এর সুফল মেলে না। তাই প্রশিক্ষণ দিতে হবে আগে।’

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

পরিকল্পনামন্ত্রী আরো জানান, রোগীদের ডায়ালিসিসের সুযোগ যাতে বৃদ্ধি পায় সে জন্য বিভিন্ন প্রকল্প নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

খাদ্যসংকট মোকাবেলায় বেশি ফসল উৎপাদনে কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়ানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনো জমি যেন অনাবাদি না থাকে। আমাদের চাহিদা মেটাতে আরো বেশি ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজেদের ফসল নিজেদেরই বেশি করে ফলাতে হবে। ’ এ সময় জমির সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষিজমির সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণারও তাগিত দিয়েছেন। ’

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি বেড়েছে। এটি অক্টোবরে কমতে শুরু করবে। কারণ, তখন রোপা আমনসহ বোরো ধান উঠবে। জ্বালানি তেলের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। আশা করছি আরো কমবে। তবে মূল্যস্ফীতির তথ্য আরো দু-এক দিন পর প্রকাশ করা হবে। ’

মন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স বাড়ায় অর্থনৈতিক চাপ কমতে শুরু করেছে। এই কৃতিত্বের হিরো হচ্ছেন প্রবাসীরা। মূল্যস্ফীতির মূল কারণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ’ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশের বাজারেও সমন্বয়ের ইঙ্গিত দেন মন্ত্রী।

সূত্র : কালের কন্ঠ