ডিএমপি কমিশনার ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার

ভোটার ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করলে গ্রেপ্তার করবে পুলিশ। তাই ভোটের কাজে আসা বহিরাগত নেতাকর্মীদের শহর ছাড়তে বলেছেন ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

আগামীকাল সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে, দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নগরীতে বহিরাগতদের আনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। নির্বাচন ঘিরে নগর জুড়ে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। র‍্যাব-পুলিশের পাশাপাশি মাঠে আছে বিজিবিও। দুই সিটিতে এবারই প্রথম পূর্ণাঙ্গ ইভিএমে ভোট হচ্ছে।

প্রার্থীরা আশা করছেন ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন।