বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বাংলাদেশি যুবক তরুন উইনু অথোয়াইং তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদেকুর রহমান জানান, বান্দরবান-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবককে শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিক্যালর কলেজ হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাঁটাতারের কাছে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তরুন উইনু অথোয়াইং তঞ্চঙ্গ্যা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।