টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বামী-স্ত্রী হলেন- ভুঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসার পথে বেলা ৩টার দিকে বাসথেকে আশেকপুর নেমে মহাসড়ক পার হতে আসছিলেন ওই স্বামী-স্ত্রী। এসময় মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে তাদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি