ধর্মীয় সমপ্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহতকরণের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সকল ধর্মের লোকজন নিয়ে সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হানিফ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ সাহা প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজিত সমাবেশে বক্তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামাজিক সমপ্রীতি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্নবান জানান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post