কালিহাতীতে তুলার গুদামে আগুন!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচচারান বাজারে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাঁচচারান বাজারের মজনু মিয়ার তুলার গুদামে এ ঘটনা ঘটে। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় তুলার গুদামের মালিক মজনু মিয়ার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এবিষয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনায় তুলার গুদামের মালিক মজনু মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ আগুনটি বিড়ি- সিগারেট থেকে সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি