ছেলে না হওয়ার ক্ষোভে জিদনী নামের (৪০) দিন বয়সী কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছে বাবা জাহাঙ্গীর সিকদার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরগুনার আমতলী উপজেলায় গুলিশা’খালী ইউনিয়নের গোছখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং বাবা জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাসা*বাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের জাহাঙ্গীর সিকদার ও সীমা দম্পতির সোহাগী (৯) এবং জান্নাতী (৩) বছরের ২টি কন্যা স’ন্তান রয়েছে। এরপর গত ৮ ডিসেম্বর ওই দম্পতির জিদনী নামের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়।
বাবা কন্যা সন্তান জন্মের বিষয়টি মেনে নিতে পারে’নি। তিনি একটি ছেলে সন্তানের আশা করেছিলেন বলে জানায় এলাকাবাসী। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা জাহাঙ্গীর সিকদার জিদনী নিয়ে ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী সীমা বেগম এবং শা’শুড়ি পারুল বেগম ঘরের বাইরে চাল ঝাড়ার কাজ করছিলেন। শিশুটির মা সীমা বেগম এবং নানী পারুল বেগম কাজ শেষে রাত ১১টার সময় ঘরে প্রবেশ করে জিদনী দেখতে না পেয়ে ডাক চিৎকার দেন। এ সময় প্রতি’বেশীরা চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন।