প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কর্মসূচি।

আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন। বরাবরের মতো এবারও জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধরু সমাধি সৌধ কমপ্লেক্স প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, দোয়া মাহফিল, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে আলোচনা, উৎসব র‌্যালী, শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সারাদেশের শাখাসমূহে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।