টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফার্মেসী বিভাগের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. মিজানুর রহমান মোগলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন, প্রো-ভিসি প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. মাহবুবুল হক প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post