কুমারখালীতে ‘খামারি’ মোবাইল আ্যাপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। 

মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে “খামারি” আ্যাপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর আয়োজনে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ক্রপ জুনিং প্রকল্পের লিড ট্রেইনার কৃষিবিদ ডঃ মহিদুল হাসান।
সহযোগী ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশেক আল নাঈম ও সিস্টেম আ্যানালিস্ট মোঃ হানিফ সহ উপজেলার ২৭ জন উপসহকারী কৃষি অফিসার,১০ জন কৃষক ও ৫ জন বি,সি,আই,সি সার ডিলাররাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে “খামারি” অ্যাপ একটি কৃষি ভিত্তিক মোবাইল অ্যাপ,এই অ্যাপের মাধ্যমে কৃষক, স্যার, অ্যাসিস্ট্যান্ট কৃষি অফিসার, সার ডিলারেরাসহ সর্বোপরি সকল স্তরের মানুষ সুবিধা গ্রহন করতে পারবেন।এই অ্যাপ এখনও ডেভেলপিং পর্যায়ে আছে, আগামী ২০২৩ সাল নাগাদ এর উদ্বোধন সম্পূর্ণ হবে।