কালিহাতী ফারিয়া প্রতিবাদ সমাবেশ।

কালিহাতী উপজেলায় সারাদেশের ন্যায় একযোগে চাকুরী সু-নির্দিষ্ট  নীতিমালা প্রণয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন কালিহাতী ফারিয়া। মঙ্গলবার সকাল ১০ টায়  কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে প্রতিবাদ সমাবেশটি হয়।
 এ সময় বক্তব্য রাখেন উপজেলা ফারিয়া উপদেষ্টা শামীম সিদ্দিকী,উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হাসান (আকাশ), উপজেলা সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সদস্য রুহল আমিন  প্রমুখ। তাদের বক্তব্য সময় তুলে ধরেন, ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগণকে কথায় কথায় চাকুরী ছাঁটাই বন্ধ করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন, টিএ, ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরী সু-নির্দিষ্ট  নীতিমালা প্রণয়নের দাবি করেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি