টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা ও মসজিদ কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেন, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য হোসেন আলী, পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।
এসময় সমাবেশে পৌরসভার সংরক্ষিত কাউন্সিলরসহ সকল কাউন্সিলর, হিন্দুধর্মীয় লোকজন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সকল স্তরের লোকজন অংশগ্রহণ করেন।
সমাবেশে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার সকল ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানান।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post