জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদের পর এবার বিসিএলে ডাক পেলেন লক্ষ্মীপুরের নোমান চৌধুরী সাগর। ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুনামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে ইসলামী ব্যাংক ইষ্ট জোনের হয়ে খেলবেন সাগর। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমীর কোচ মনির হোসেন।
নোমান চৌধুরী সাগর লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলার। বর্তমানে খেলাধুলার পাশাপাশি বিকেএসপিতে পড়ালেখা করছে। সে অনূর্ধ্ব-১৯ ইয়ুথ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৯ এ সেরা বোলার নির্বাচিত হয়েছেন। এরআগে লক্ষ্মীপুরের হয়ে অনূর্ধ্ব-১৪,১৬,১৮ ক্রিকেট দলের হয়ে খেলেছেন বিসিএলে চান্স পাওয়া নোমান চৌধুরী সাগর।
লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমীর কোচ মনির হোসেন বিসিএলে নোমান চৌধুরী সাগরের সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কঠোর পরিশ্রম আর ধারাবাহিক সফলতায় আজকের এই প্রাপ্তি। তবে তিনি আশা করেন এ ধারা অব্যহত ধরে রাখলে সাগর ভবিষ্যতে হাসানের মতো জাতীয় দলে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট লিগ’র (বিসিএল) অষ্টম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরের শুরুতেই ইসলামী ব্যাংক ইষ্ট জোনে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লক্ষ্মীপুরের হাসান মাহমুদ। অপরদিকে এক ম্যাচ পর একই দলে ডাক পেলেন এ জেলার আরেক ক্রিকেটার নোমান চৌধুরী সাগর।
Discussion about this post