কুমারখালী যুবলীগের আয়োজনে শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন 

মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে(২৮ সেপ্টেম্বর)বুধবার সন্ধ্যায় উপজেলার পাবলিক লাইব্রেরী সংলগ্ন  এমপি জর্জের ব্যক্তিগত অফিসে উপজেলা যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুনের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।