কুমারখালীতে শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন
মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, জৈষ্ঠ্য সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগার আলী, কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, পৌরসভার ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
Discussion about this post