ডেস্কনিউজ-মুক্তখবর২৪.কম : চট্টগ্রাম ইপিজেড হাজার শ্রমিকের কর্মস্থল,ভোর ৬ টায় ঘুম থেকে উঠে শুরু হয় এদের জীবনযুদ্ধ।সকাল ৭ টায় কিংবা ৮ টার ভিতরে তাদের অফিসে আসতে হয়, কিন্তু গত প্রায় বছর খানেক ধরে ইপিজেড কতৃপক্ষ সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া সিএনজিগার্মেন্টস শ্রমিক অটোরিকশা বন্ধ করে দেয়, ফলে ভাড়ায় চালিত মোটরবাইক চালকরা সক্রিয় হয়, তারা ভাড়া আদায় করে জনপ্রতি ৪০/৫০ টাকা, যেখানে বিগত দিনে সিএনজি অটোরিকশা ১০ টাকা ভাড়া নিত। এতে করে শ্রমিকদের ব্যায়ের খাতায় বাড়তি খরচ যোগ হয় এবং অধিকাংশ শ্রমিক ১০ টাকা বাঁচাতে প্রতিদিন কষ্ট করে পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কর্মসংস্থানে যাতায়াত করছে। মোটর বাইক চলাচলে সাধারণ নিম্মমানের শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। চাকরি হারানোর ভয়ে নিরুপায় হয়ে কর্মস্থলে পৌঁছাতে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মোটরবাইকে চলাচল করতে হচ্ছে। প্রায় ৪ লাখ শ্রমিকের যাতায়াত সুবিধার জন্য চট্টগ্রাম ইপিজেড এরিয়ার ভেতরে মোটরবাইক বন্ধ করে আগের মতো আবারও সিএনজি চলাচল করার সুবিধা দান করার জন্য শ্রমিকেরা বেপজা কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা এবং দাবি জানিয়েছেন।