মুখ দিয়ে পবিত্র কোরআনের পাতা উল্টিয়ে তেলাওয়াত করেন তারিক সৌদি

৩৫ বছর বয়সী তারিক আল-ওদায়ীকে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি। জন্ম থেকেই হাত-পা নেই। তারিক আল-ওদায়ী পেটে ভর করে পথ চলেন। কঠিন রোগে

ভোগেও তিনি মুখ দিয়ে পবিত্র কোরআনের পাতা উল্টিয়ে ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

অদম্য স্পৃহায় চার বছরে কোরআনের হাফেজ হয়েছেন তিনি। মুখ দিয়ে পবিত্র কোরআনের পাতা উল্টিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারিক। সৌদি

আরবের আসির প্রদেশের সিরাহ ওবাইদা শহরের ৩৫ বছর বয়সী এই তারিক আল-ওদায়ীর বাসায় গিয়ে তার শিক্ষক পবিত্র কোরআন তেলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।

এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন। বিভিন্ন আলেম’দের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে

যোগাযোগ রাখেন বলে জানা গেছে। সৌদি আরবের আসির প্রদেশের কোরআন হেফজ সেন্টারের সহযোগিতায় তিনি চার বছরে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

আরো পড়ুন: কথা না শুনলেই গু’লি’ প্রকাশ্যে মুসলিমদের হু’মকি দিলেন যোগী আ’দিত্যনাথ কয়েক দিন আগেই তিনি প্র’কাশ্যে মুসলিমদের হু’মকি দিয়েছিলেন,

নাগরিকত্ব আ’ইন নিয়ে যারা প্রতি’বাদ-বিক্ষো’ভ করছেন, তাদের বিরু’দ্ধে ‘বদলা’ নেওয়া হবে। এবার তিনি ফের প্রকাশ্য জনসভা মুসলিমদের হু’মকি দিলেন, ‘কথা না শুনলেই

গু’লি খেতে হবে।এই মন্তব্যের পরেই সমালো’চনার মুখে পড়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাগরিকত্ব আইন নিয়ে একটানা বিক্ষো’ভ-

অবস্থান চলছে দিল্লির শাহিনবাগে। ফলে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে স্পষ্টতই খানিক চা’পের মুখে বিজেপি।নাগরিকত্ব আইনের বি’রু’দ্ধে দিল্লিতে চলতে থাকা

প্রতি’বাদ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল সরকারকে দুষে’ছেন তিনি। সামনেই উত্তরপ্রদেশে কানাওয়ারিয়া উত্‍সব। সেই উত্‍সবে শিবের মাথায় পানি ঢালতে যান ভক্তরা।

এই সময়ে ভারতের নানা প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সঙ্গে রাস্তার গাড়ি চালকদের হামেশাই অ’শান্তি বাধে। যার ফলে আইনশৃ’ঙ্খলা পরি’স্থিতির অব’নতি হয়। এই প্রসঙ্গে

তিনি বলেন কিন্তু কেউ যদি শিবভক্তদের বা’ধা দেয়, দা’ঙ্গা করার চেষ্টা করে, সে কথা না শুনলেই গু’লি চালানো হবে।