কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন দুর্গাপুজা-২০২২ উদযাপন উপলক্ষে কুমারখালী উপজেলা ৫৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাঝে কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বুধবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার পাবলিক লাইব্রেরী সংলগ্ন এমপি জর্জের ব্যক্তিগত অফিসে অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস,কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্ত ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার, রমেশ দধি ভান্ডারের স্বত্বাধিকারী সুধাংশু কুমার ঘোষ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক সুবোধ ঘোষ নিত্য সহ উপজেলার ৫৭ পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী রিস্তাক করিম, সৌরাফ হোসেন , কমিশনার শাহিন, আতিয়ার রহমান টুকু, আকরাম হোসেন সহ প্রমূখ।
Discussion about this post