কুষ্টিয়া জেলাবাসী বরণ করে নিল সাফ ফুটবল জয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলাকে

মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
এ যেন ঘরের মেয়ে ঘরে ফিরে এল। রাজকীয় সংবর্ধনায় আজ কুষ্টিয়া জেলাবাসী বরণ করে নিল সাফ ফুটবল জয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলাকে। সংবর্ধনা  প্রদান করা হয় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে।  কুষ্টিয়ার কুমারখালী মীর মশাররফ সেতুর  স্থানে সংবর্ধনায় রাস্তার দুই ধারে ফুল ছিটিয়ে নিলাকে বরণ করে নেয় নিলার সতীর্থ এবং অনুজ খোলোয়াড়েরা। মঞ্চে নিলার সাথে সংবর্ধিত হন নিলার রত্ম গর্ভা মা বাছিরণ শাম্মি আক্তার। তবে নিলা ও তার মা সহ তার সতীর্থরা আজ অভাব বোধ করেছেন তাঁদের ফুটবল জগতের গুরু আল আহম্মেদ ফাত্তাহ (ভিক্টর) ভাইকে। নিলা সহ কুষ্টিয়ার নারী ফুটবলের জাগরনের কান্ডারী আল আহম্মেদ ফাত্তাহ (ভিক্টর) ২০০০ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান।

সাফ ফুটবল জয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আজ বেলা একটায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে নিলার সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম  পুলিশ সুপার খাইরুল আলম , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমান নন্দী,, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রিড়াঙ্গনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ।

এদিকে নিলার এই সাফল্যে এবং রাজকীয় সংবর্ধনা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নিলার মা। এদিকে নিলাও তার অভিব্যাক্তিতে  আল আহম্মেদ ফাত্তাহ (ভিক্টর) ভাইয়ের কথা বলেছেন। তাঁর মা জানান নীলার আজকের সাফল্যের মুলে রয়েছে তাঁর কষ্ট আর আল আহম্মেদ ফাত্তাহ (ভিক্টর) ভাইয়ের প্রচেষ্টা।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিলা সহ সকল নারী ফুটবলারদের জন্য তাঁরা বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবেন। সংবর্ধনা প্রদানের সময় তাঁরা জেলার ক্রীড়া জগত আরও এগিয়ে যবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এক নীলা জন্ম দেবে হাজার নিলাকে। সমাজের সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিলাদের হাত ধরে নারী জাগরণ হবে এই দেশে। দেশের সকল ক্ষেত্রে এগিয়ে যাবে নারীরা এমন প্রত্যাশা সকলের।