রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আজ শনিবার শুরু হয়ে গেল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
কুষ্টিয়া কুমারখালী উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে হরিজন পল্লী সর্বজনী পূজা মন্দির, সদ্দারপাড়া সর্বজনী পূজা মন্দির, মা মনসা সর্বজনী পূজা মন্দির পরিদর্শন করা হয়। এসময় গতকাল ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ে শুভ মহালয়ে যোগ দিতে যাওয়া মর্মান্তিক নৌকাডুবিতে মৃত্যু বরণকারীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্ত ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার, দুই যুগ্ন সম্পাদক শিশির কুমার বিশ্বাস ও ডাক্তার অরুন কুমার বিশ্বাস,কুমারখালী পূজা উদযাপন পরিষদ কায্যকারি সদস্য সুবদ সাহ, কাউন্সিল শাহিন, সনজিদ চাকি সহ শহশহ মন্দির এর সভাপতি সম্পাদক প্রমূখ।
Discussion about this post