বাঁশখালীর এসএসসি “৯৫ “ব্যাচের মিলন মেলা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতম,
০১ অক্টোম্বর ২০২২ তারিখ শনিবার সন্ধ্যা সাতটায় নগরীর কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবে বাঁশখালীতে এসএসসি ব্যাচ’ ৯৫ আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক বাবলু কুমার দেবের সভাপতিত্ব সদস্য সচিব মোহাম্মদ জয়নুল আবেদীনের সঞ্চালনায় সদস্য সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন এর সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রত্যেকটি সদস্য মতামত পেশ করার পাশাপাশি এসএসসি ব্যাচ’৯৫ এর ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
সভায় সদস্য সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, আগামী ২৩ ডিসেম্বর ২২ ইংরেজি এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, চট্টগ্রামের নিবন্ধতি সদস্যদের নিয়ে ফয়েসলেক কনকর্ড মিলনমেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরোও বলেন এ সংগঠন এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী সকল বন্ধদের সূখ: দু:খে এসাথে সকলের কল্যানে কাজ করবে। কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত সহপাঠীদের সহযোগিতা করার আহবান জানা।
যুগ্ন আহবায়ক লেখক ও কলামিস্ট নুরুল মুহাম্মদ কাদের বলেন; বর্তমান সময়ে সমাজ ব্যবস্থাপনায় অনেক কিছু পরিবর্তন হয়েছে। পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক আজকাল নানা বেড়াজালে আবদ্ধ।
এ সংকটে মানুষ এখন বিভিন্নভাবে একত্রিত হয়ে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নকালীন বন্ধুদের নিয়ে এলামনাই ও সামাজিক সংগঠনে আবদ্ধ হয়ে ব্যক্তি, সমাজ ও রাস্ট্রে সম্মিলিতভাবে কাজ করছেন। এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, সংগঠন নিজেদের ও অপরের কল্যানে কাজ করবে।
সিটিনিউজটিভি২৪.কম প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন; এ সংগঠন বাশখালী সম্ভবনাময় শিল্প ও সংস্কৃতি কর্মকন্ড সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। ঘুনে ধরা সমাজকে বিনির্মাণ করতে এই সংগঠনের অগ্রযাত্রা।
পশ্চিম বাঁশখালীর সমুদ্র সৈকত পরিপুর্ণ পর্যটন নগরীর রুপায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান দিয়ে তাদের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
সংগঠনের আহবায়ক বাবলু কুমার দেব বলেন; ডিসেম্বর মাসে এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, চট্টগ্রামের মিলনমেলা ফয়েসলেকে অনুষ্ঠিত হবে। তিনি বাঁশখালী উপজেলা ১৯৯৫ সালে যারা এসএসসি পাস করছেন তাঁদেরকে সংগঠনে সদস্য হয়ে আগামীতে অনুষ্টিতব্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহবান জানান।
তিনি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহাম গোল্ডকাপ ফাইনাল টূর্নামন্টে খেলায় বাশখালী খুদুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ায় দলকে অভিন্দন জানান
সভায় এয়ার মোহাম্মদ (বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়), বাবুল কুমার বড়ুয়া (বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়), আবুল হোসেন (কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়), জাহাঙ্গীর আলম (বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়) সুলতানা বাজেকা অরু (কালীপুর নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়),
আবছার কামাল (চাম্বল উচ্চ বিদ্যালয়), মোঃ শরীফজামান অরুপ (কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়), রতন আচার্য্য (নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়), লালু কান্তি দে ( বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়), হাসান মোঃ জুনায়েদ মুকুল (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়), নুর মোহাম্মদ
( চাম্বল উচ্চ বিদ্যালয়), ও মো: নেজাম উদ্দিন সভায় বক্তব্য ও মতামত ব্যক্ত করেন। সভায় সকলকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানানো হয়
Discussion about this post