তিন স্ত্রী নিয়ে সংসার করুক শাকিব, নয়তো দেশ ছেড়ে চলে যাক: জনপ্রিয় অভিনেতা ডিপজল,,
ঢাকাই চলচ্চিত্রের এখন ট’ক অব দ্য টাউন হলো শাকিব-বুবলীর সন্তান। স’ম্প্রতি এ তথ্য সামনে আসতেই ঝ’ড় ওঠে সিনে দু’নিয়ায়। এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন তা’রকার মন্ত’ব্য সামনে এসেছে।
এবার মুখ খু’ললেন দেশের জনপ্রিয় অভিনেতা ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, এসব বা’জে চি’ন্তা বাদ দিয়ে তিন জনকেই সে’টেল করে দিক শাকিব। নাহ’লে শাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।
শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছা’ড়াও নাম জ’ড়িয়েছে নায়িকা রা’ত্রিরও। শোনা যা’চ্ছে রাত্রির ঘরেও একটি স’ন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মে’নে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বী’কৃতি দেননি অভিনেতা।
এ প্রস’ঙ্গে অভিনেতা ডিপজল বলেন, ইসলামে তো চা’রটা বিয়ের বি’ধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে তাতে কি’ছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকেই শে’লটার দেয়া উচিত। এটা নিয়ে আর কোনো বিত’র্ক বা বা’ড়াবা’ড়ি যেনো না হয়
ডিপজল বলেন, এসব বা’জে লাইন, বা’জে চি’ন্তা ফেলে সবাই নিয়ে ঘর সং’সার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যা’ট দিয়ে সে’টআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছে’ড়ে চলে যাক। কারণ এ মেয়েগুলো কী করবে? একটা বা’চ্চা পালন করা তো সহজ কথা নয়। একটা হা’তি পালা ও একটা স’ন্তান পা’লা সমান।
তারকাদের এই ধরনের কর্মকা’ণ্ডই ঢাকাই চলচ্চিত্রের ক্ষতি করছে উ’ল্লেখ করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডু’বে গেছে। এদের কার’ণে আরও যাবে। যেহেতু নিজের পায়ে নিজে কু’ড়াল মে’রেছে, আমাদের বলার কিছু নেই।
ইসলামে ৪টা বিয়ে করা অনুম’তি আছে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডো’বায়।সুত্রঃ ডেলিদর্রপনঃ