দুর্গা পূজা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত 

দুর্গা পূজা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

মোঃ রাকিব হোসেন কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন দুর্গাপুজা-২০২২ উদযাপন উপলক্ষে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খানের আয়োজনে শুুুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় কুমারখালী উপজেলা ৫৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
রবিবার ২ অক্টোবর কুমারখালী উপজেল পরিষদ সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আকতার মিনা, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্ত ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সুধাংশু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সুবোধ ঘোষ নিত্য, কুমারখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিশির কুমার বিশ্বাস, সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক জাকারিয়া খান জেমস সহ উপজেলার ৫৭ পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময়ে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আাশা, সিনিয়র শিক্ষক সত্যেন্দ্রনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রমূখ।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান তার বক্তব্যে উপজেলা সকল মন্দির এর সার্বিক সহযোগিতার মন্দির এর রাস্তা পাকা ও মন্দির উন্নয়নে ১ লক্ষ টাকা প্রদান করবেন বলে জানিয়েছেন।