ইউনিসেফ বাংলাদেশ, জেনারেশন আনলিমিটেড, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, বাংলদেশ ব্র্যান্ড ফোরাম, ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশন (আইএলও) এবং টেকনোভেশন গার্লস বাংলাদেশ, আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ বুটক্যাম্প ২০২২ ঢাকা বিভাগের সমাপ্তি ঘটলো গত ১ অক্টোবর ২০২২ ঢাকার হোটেল বেঙ্গল ব্লুবেরীতে। অক্টোবর মাস জুড়ে বাংলাদেশের আরো ৫ টি বিভাগে ৬টি বুটক্যাম্প আয়োজিত হবে। প্রথম ধাপে ঢাকা বিভাগের অনলাইনে মূল্যায়নের পর বিবেচিত ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ, যারা জলবায়ু পরিবর্তনের সমাধান প্রকল্পে কাজ করতে আগ্রহী তাদের আইডিয়াগুলো নিয়ে বুটক্যাম্পে আলোচনা করা হয়েছে।
Discussion about this post