টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়া দুর্গা প্রতিমা টাঙ্গাইল জেলার সেরা প্রতিমা হিসেবে বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান ২০২২ পেয়েছে।
ওয়ার্ল্ড দুর্গা পূজা অর্গানাইজেশন ও মন্দির টিভি’র উদ্যোগে এ শারদ সম্মান প্রদান করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধায় প্যাড়াডাইস পাড়া পূজা মন্ডপে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলা মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন।
এসময় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সাধারন সম্পাদক পল্বব সাহা, প্যাড়াডাইস পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ড. পিনাকী দে, সাধারন সম্পাদক ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, বাংলাদেশ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়, প্যাড়াডাইস পাড়া পূজা উদযাপন কমিটির সাবেক সাধরন সম্পাদক উত্তম গৌড়, রবিন দে সরকার, বর্তমান সাধারন সম্পাদকদ্বয় গৌতম গৌড়, জয় সাহা, টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ীর নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়ায় একটানা ৭৫ বছর যাবৎ দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
এবছর এ এলাকায় দুর্গা পূজার প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post