কালিহাতীর শারদীয় দুর্গোৎসবের সমাপ্তিp

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিজয়া দশমীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে ভক্তরা দুর্গাকে নিজ নিজ মণ্ডপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
পরে প্রতিমাগুলো নৌকায় উঠিয়ে ভক্তরা বিকাল ৩টা থেকে নৌকাযোগে শোভাযাত্রা বের করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নেচে গেয়ে নদীতে বিসর্জন দেন। এর মধ্যে দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলার কোথাও কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নিবিঘ্নে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।