মোঃ রাকিব হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেই চলছে একটি পশুহাট। হাটে পশু বেচাকেনা হলেও খাজনা আদায় হয়নি বলে দাবি করেন হাট কর্তৃপক্ষ। বুধবার দিনব্যাপী কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই হাটটি চালানো হয়।
বিকেল ৩ টার দিকে সরেজমিন দেখা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের আলাউদ্দিন নগর এলাকার ফাঁকা মাঠে বসেছে গরুর হাট এবং রেললাইন সড়কের ওপর বসেছে ছাগল ভ্যানসহ অন্যান্য হাট। হাটে প্রচুর পশু ও লোক সমাগম। চলছে বেঁচাকেনাও। লেনদেন হলেও রশিদ আদান প্রদান ও খাজনা আদায় করতে দেখা যায়নি।
জানা গেছে, প্রায় ২০ বছর ধরে রেলওয়ের প্রায় এক একর জমি কৃষিকাজে ব্যবহারের কথা বলে চলছে আলাউদ্দিন নগর পশুহাট। গত বছর এই ঐতিহ্যবাহী এই হাটটি প্রায় ৮০ লক্ষ টাকা ইজারা হয়। কিন্তু রেলের জমিতে কৃষিকাজের পরিবর্তে পশুহাট বসানোর জন্য গত ১৩ সেপ্টেম্বর হাটটি বন্ধ করে দেন রেল কর্তৃপক্ষ। এরপর স্থানীয়রা কয়েকবার রেলের জায়গা বাদ রেখে পূর্বের হাটের পাশেই হাট বসানোর চেষ্টা করে। কিন্তু উপজেলা প্রশাসন হাটটি না বসানোর নির্দেশ প্রদান করে আসছে। গত ৩ অক্টোরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নতুন স্থানে হাট বসানোর জন্য প্রশাসনের নিকট আবেদন করা হয়।
আরো জানা গেছে, প্রশাসনের নির্দেশ অমান্য করেই আজ বুধবার সকাল থেকে আলাউদ্দিন নগর এলাকায় হাট বসান পূর্বের হাটের সভাপতি মো. হামিনুর রহমান। খবর পেয়ে উপজেলা প্রশাসন বেলা সাড়ে ১২ টার দিকে পশুহাটে পৌছে হাট বন্ধ ঘোষণা করে আসেন। কিন্তু হাট কর্তৃপক্ষ প্রশাসনের আদেশ অমান্য করই দিনব্যাপী পশুহাট পরিচালনা করেন।
এবিষয়ে আলাউদ্দিন নগর সাপ্তাহিক পশুহাটের সভাপতি মো. হামিনুর রহমান বলেন, ‘ নতুন করে হাট বসানোর জন্য আবেদন করেছি। আলাউদ্দিন নগর একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। সেজন্য ব্যবসায়ীরা নিজেরায় খুঁটি পুঁতে গরু ছাগল বেচাকেনা করেছে। তবে কোনো খাজনা আদায় করা হয়নি।’
তিনি আরো বলেন, ‘ রেলের জমি কৃষিকাজের জন্য ইজারা নিয়ে প্রায় ২০ বছর পশুহাট চালানো হয়েছে। গত বছর প্রায় ৮০ লক্ষ টাকায় ইজারা নিয়েছিলাম। আমরা চাই এলাকাবাসীর দাবি মেনে নিয়ে সরকারিভাবে আবারো এখানে হাট বসানো হয়।’
এবিষয়ে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, আজকের হাটের কোন বৈধতা নেই। আজ সাধারণ জনগণ হাট লাগিয়েছে। কিছুক্ষণ আগে এসিল্যান্ড স্যার এসে ১ ঘন্টার মধ্যে হাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন,আমি নিজেও সবাইকে বলেছি দ্রুত হাটের জায়গা খালি করতে। পরে হাট চলেছে কি না তা জানিনা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, ‘ অবৈধভাবে আলাউদ্দিন নগর পশুহাট বসেছিল। হাটটি বন্ধ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, রেল কর্তৃপক্ষ জায়গা না দেওয়ায় আলাউদ্দিন নগর পশুহাটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয়রা নতুন স্থানে হাট বসানোর জন্য আবেদন করেছেন। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
তিনি আরো বলেন, ‘ সেখানে আজ হাট বসেছিল। খবর পেয়ে তা বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরেও হাট চলেছে কি না তা জানা নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
Discussion about this post