মোঃ রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালী নন্দুলালপুর ইউনিয়নের বাহারাইন প্রবাসী সোহেল রানা র’ বাড়ির সামনে ফুলের বাগানে থাকা গাছ গুলো কেটে ফেলেছেন কুমারখালী রাকীব হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক চড়াইখোল পুটিয়া গ্ৰামের মোঃ আনোয়ার বিশ্বাসের ছেলে মোঃ তারিকুল ইসলাম স্বাধীন (৪০) ।
সোহেলের স্ত্রী মিতু খাতুন জানান, গত ৩০ শে সেপ্টেম্বর সকাল ৭ টার সময় প্রভাষক স্বাধীন হাতে হাসুয়া নিয়ে আমার বাড়ির সামনে থাকা বেশ কিছু ফুলের গাছ জোর পূর্বক কেটে ফেলে। এই সময় আমি ফুল গাছ কাটতে নিষেধ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে এবং আমার সহিত মারমুখী আচরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ও অনেকেই বলে, প্রভাষক স্বাধীন একজন মুখোশধারী ভদ্রলোক। তার পোল্ট্রি খামার জন্য মানুষ অতিষ্ঠ তার বিরুদ্ধে অনেক অভিযোগ। সোহেলের বাড়িতে সামনে ফুলের বাগানের সব গাছ কেটেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত ।
তরিকুল ইসলাম স্বাধীন বলেন, আমার জায়গায় সোহেল কিছু ফুল গাছ লাগালে। আমি গাছ গুলো সড়াতে বলার পড়েও ফুল গাছ গুলো সড়াইনি , যার কারণে আমি ফুল গাছ গুলো কেটে দিয়েছি।
এবিষয় প্রবাসী সোহেল রানার মুঠোফোনে জিজ্ঞেস করা হলে বলেন স্বাধীন একটা মিথ্যাবাদি সে কখনো আমাদের কাউকে না বলে চোরের মতো এসে গাছ।
কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন এ বিষয়ে থানাতে একটা অভিযোগ দিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।