মোঃ রাকিব হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ তাঁতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ৪৯ জন তাঁতিদের মাঝে ২৯ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়ছে। বৃহস্পতিবার সকালে চলতি মুলধন ও তাঁতের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় কুমারখালী তাঁতবোর্ড চত্ত্বরে তাদের হাতে চেক প্রদান করা হয়।
কুমারখালী তাঁতবোর্ড আয়োজনে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী তাঁতবোর্ডের ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, রানা টেক্সটাইল মিলের স্বত্ত্বাধীকারী মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক সহ প্রমূখ।