টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় তাপশ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-ভুঞাপুর সড়কের কালিহাতীর নগরবাড়ী হাজী আবুল হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগর পাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।
কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, তাপশ দাস ভূঞাপুর পিশি (ফুফু) বাড়ি থেকে মির্জাপুর মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় কালিহাতী উপজেলার নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশ দাস মারা যান। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
কামরুল হাসান,
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post