কালিহাতীতে ৪টি অবৈধ ড্রেজার মেশিন ও চার হাজার ফুট পাইপ বিনষ্ট

কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ও চার হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এবং পাইকড়া ইউনিয়নের হাসড়া ও জলই বিলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক চার হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, জনস্বার্থে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।